• ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে বুধবার বিদ্যুৎ থাকবে না ৯ ঘণ্টা

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৪
সিলেটে বুধবার বিদ্যুৎ থাকবে না ৯ ঘণ্টা

জরুরি মেরামত কাজের জন্য সিলেটের বেশ কয়েকটি এলাকায় বুধবার (৪ ডিসেম্বর) ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর প্রকৌশলী প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৫ পর্যন্ত (নয় ঘণ্টা) মহানগরের ১১ কেভি বিমানবন্দর-২ ফিডারের আওতাধীন ২৩ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

এলাকাগুলো হলো- লাক্কাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীচড়া, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর ঘাট ও তৎসলগ্ন এলাকাসমূহ।

 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, কাজ সম্পন্ন হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।