• ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

র‍‍্যাব ধরেছে একজনকে

Dainik Shallar Khabor.com
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৪
র‍‍্যাব ধরেছে একজনকে

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন একটি এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ১ মাদক কারবারিকে আটক করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।

 

শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে কসবা থানার তালতলা বটগাছ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক রাজু আহমেদ (২৬) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার কৃষ্ণনগর গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে।

 

র‍‍্যাব-৯ এর মিডিয়া সেল জানায়, আটককালে রাজুর কাছ থেকে ১৫২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।