• ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৭ হিজরি

শাল্লা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

Dainik Shallar Khabor.com
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪
শাল্লা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

শাল্লা প্রতিনিধি:

শাল্লা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) বাদল চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদার সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক কাজী বদরুজ্জামান, সদস্য দিলোয়ার হোসেন, সদস্য নিশিকান্ত সরকার, সদস্য তাপস চন্দ্র দাশ প্রমুখ।

সাংবাদিক তাপস চন্দ্র দাশের প্রস্তাব অনুযায়ী শাল্লা উপজেলা প্রেসক্লাবের মিটিংয়ে উপস্থিত নেতৃবৃন্দের সিদ্ধান্তে প্রেসক্লাবের নবাগত সদস্য হিসেবে তাকে অন্তর্ভুক্ত করা হয়।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা মহান পেশা। সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। সাংবাদিকতার নিয়ম-নীতি অনুসরণ করে পেশাগত কাজ করা প্রয়োজন। সাংবাদিকদের লেখনীর মাধ্যেমেই সাধারণ মানুষ দেশের সার্বিক উন্নয়নের নানান ঘটনার বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করে। সুতরাং প্রেসক্লাবের প্রত্যেক সদস্যকে ন্যায়ের পক্ষে কাজ করার আহ্বান জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।