• ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেটের র‍্যাব ধরলো একজনকে

Dainik Shallar Khabor.com
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৪
সিলেটের র‍্যাব ধরলো একজনকে

এক মাদক কারবারিকে ধরেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। তাদের একটি টিম হবিগঞ্জ জেলার মাধবপুর থানার কৃষ্ণনগর বাজার এলাকা থেকে ৬৬ কেজি গাঁজাসহ এই কারবারিকে আটক করেছে।

 

আটক মো. তারেক হোসেন (৪৮) মাধবপুর থানার গন্দবপুর গ্রামের আলী হোসেনের ছেলে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- তাদের সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মঙ্গলবার (২২ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে কৃষ্ণনগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৬৬ কেজি গাঁজাসহ মো. তারেক হোসেনকে আটক করেছে।

 

আটকের পর তাকে সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।