সিলেটের স্থানীয় একটি দৈনিকের প্রিন্ট ও অনলাইন ভার্ষণে গত ০৯ অক্টোবর ‘ সাবেক কাউন্সিলর লিপন বক্সকে আটক করল ‘ডিবি’, ছাড়িয়ে নিলো ‘যুবদল’! ’ শিরোনামের সংবাদ প্রতিবেদনের একাংশের সাথে ভিন্নমত পোষণ করেছেন সিলেট মহানগর যুবদলের কোষাধ্যক্ষ মেহেদী হাসান সাজাই ও সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান ফরহাদ।
এক প্রতিবাদ লিপিতে তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমরা বুকে লালন করে রাজনীতি করে আসছি, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনসহ পূর্বে রাজপথে আন্দোলন করতে গিয়ে বার বার আমরা কারাবরণ করেছি, আমাদের ঐক্য ও আদর্শ এবং সম্মান নষ্ট করতে ফ্যাসিস্ট পলাতক হাসিনার দোষররা আমাদের আইন ও সমাজের চোখে অপরাধী বানানোর জন্য হীন অপচেষ্ঠা চালিয়ে যাচ্ছে, এরই ধারাবাহিকতায় পত্রিকায় মিথ্যা মানহানিকর তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, সাবেক কাউন্সিলর লিপন বক্স ও আমরা একই এলাকার বাসিন্দা, লিপন বক্স ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ছিলেন, রাজনৈতিকভাবে তিনি আমাদের প্রতিপক্ষ, তাকে আটক কিংবা তাকে ছাড়িয়ে নেওয়ার পেছনে আমরা কোনো ভাবেই জড়িত নই বা জড়িত থাকার প্রশ্নই উঠেনা, কিংবা এখানে আমাদের কোনো উপস্থিতি বা ভূমিকাও নেই, আমরা এসব কিছুই জানিনা, পত্রিকায় আমাদের জড়িয়ে যে সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রেস-বিজ্ঞপ্তি।