• ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুর নাগরিক পরিষদ সিলেটের মাসিক বিশেষ আলোচনা সভা

Dainik Shallar Khabor.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৪
তাহিরপুর নাগরিক পরিষদ সিলেটের মাসিক বিশেষ আলোচনা সভা

তাহিরপুর নাগরিক পরিষদ সিলেটের উদ্যোগে মাসিক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এই মাসিক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।  তাহিরপুর নাগরিক পরিষদ সিলেটের সহ সভাপতি আঙ্গুর মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. আলীমান আখন্দ এর যৌথ পরিচালনায় মাসিক বিশেষ আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রবীণ মুরব্বী মো. আব্দুল হাই মাস্টার, বিশেষ অতিথি মো. আবুল হাসান, মো. সিরাজুল ইসলাম।  বক্তব্য রাখেন, সংগঠনের সহ অর্থ সম্পাদক তাজ উদ্দিন আহমদ, প্রচার সম্পাদক আব্দুল বাছিত, কার্যনির্বাহী সদস্য আব্দুল কাহার প্রমুখ।  সভায় বক্তারা বলেন, তাহিপুর নাগরিক পরিষদ তাহিরপুরবাসীর শিক্ষা, সেবা ও মানবতার কল্যাণে কাজ করছে। তাহিপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের সহযোগিতা করতে তাহিরপুর নাগরিক পরিষদ কাজ করবে এবং হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বদ্ধ পরিকর।   বিজ্ঞপ্তি