• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাংবাদিক মঞ্জুর আহত হন

Dainik Shallar Khabor.com
প্রকাশিত আগস্ট ১০, ২০২৪
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাংবাদিক মঞ্জুর আহত হন

লন্ডন বাংলা টেলিভিশনের নিউজ এডিটর এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক পাঠাগার সম্পাদক মঞ্জুর হোসেন খান লন্ডন থেকে দেশে গিয়ে গত ৩ আগস্ট শনিবার (২০২৪) সিলেট নগরীর পূর্ব দরকার গেইটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের যৌক্তিক দাবি আদায়ের সময় পুলিশ এবং ছাত্রলীগ সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে আহত হয়েছে। তিনি স্হানীয় হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষনে ছিলেন। ইচ্ছে ছিল সবার সাথে দেখা হবে কিন্তু তা আর সম্ভব হয়নি, তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।  সাংবাদিক মঞ্জুর হোসেন খান জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকা দিয়ে ২০০৪ সালে সাংবাদিকতা শুরু করেছিলেন।  এছাড়াও দৈনিক আমদের সময়, দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক জাতীয় অর্থনীতি এবং স্হানীয় দৈনিক সিলেট বানী পত্রিকায় দীর্ঘদিন কাজ করেন। সর্বশেষ তিনি দৈনিক আজকের সংবাদ পত্রিকার সিলেট ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।   তিনি ২০১৯ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কতৃক সাংবাদিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি “অ্যাক্রেডিটেশন” কার্ড পেয়েছেন।  প্রেস বিজ্ঞপ্তি