• ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি

কুলাউড়ায় যোগ দিলেন নতুন এসিল্যান্ড জহুরুল হোসেন

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জুলাই ৯, ২০২৪
কুলাউড়ায় যোগ দিলেন নতুন এসিল্যান্ড জহুরুল হোসেন

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন শাহ জহুরুল হোসেন।

মঙ্গলবার (৯ জুলাই) তিনি কুলাউড়ায় যোগদান করেন।

জানা যায়, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা শাহ জহুরুল হোসেন ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে চাকুরিতে যোগদান করেন। চাকরিজীবনে তিনি হবিগঞ্জ ও পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে এবং সর্বশেষ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।

কুলাউড়ায় দায়িত্ব পালনকালে সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা কামনা করে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন।