• ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে বন্যা কবলিত পরিবারের বসতঘর আগুনে পুড়ে ছাই

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জুন ২৬, ২০২৪
জগন্নাথপুরে বন্যা কবলিত পরিবারের বসতঘর আগুনে পুড়ে ছাই

শাল্লার খবর ডেস্ক :::: জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামে দরিদ্র এক পরিবারের ঘরে আগুনে পুড়ে গেছে। ২৪ জুন সোমবার বিকাল ৪ ঘটিঘায় বসত ঘরটি আগুনে পুড়ে যায়। তবে কোথা থেকে বা কিভাবে আগুন লেগেছে তা জানা যায় নি।

জানা যায়, শ্রীরামসি (রসুলপুর) গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুর নূর, মিয়ার বসত ঘরে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যপারে ঘরের মালিক আব্দুর নূর মিয়া বলেন, আমরা বন্যায় কবলিত হয়ে পড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আকমল হোসেনের বাড়িতে আশ্রয় নিয়েছি আমার পরিবারের সবাইকে নিয়ে। ঘরে মানুষ না থাকায় কে বা কারা ষড়যন্ত্র করে আমার ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছ। আমরা খাবার খাওয়ার জন্য সামান্য কিছু থালা বাসন নিয়ে এসেছি। বাকি সব জিনিসপত্র ঘরের ভেতরে ছিল। পার্সপোট, ভোটের আইডি কার্ড, জাগা জমির কাগজপত্রসহ গুরুত্বপূর্ণ জিনিষপত্র আগুনে পুড়েছে।

তিনি আরো বলেন, আমার এই বসত ঘরের মাঝে বিদ্যুৎে লাইনের সংযোগ নেই যা আগুন লাগার কোন কারণ হতে পারত। চারদিকে পানি মাঝখানে শুধু বসত ঘরটা, আমার সঙ্গে কেউ হিংসা কিংবা ষড়যন্ত্র করে আমার ঘরটি আগুন দিয়েছে। প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যপারে জানতে চাইলে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি র’ চাচাত ভাই আহব্বাব হোসোন বলেন, আমার বাড়ির পাশে বাড়ি আব্দুর নূরের বাড়ি, আমরা সবাই বাজারে ছিলাম। হঠাৎ দেখি আব্দুর নূরের বাড়ির পাশে আগুনো ধোয়া। তারপর আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আব্দুর নূরের ঘর পুড়ে শেষ।

তিনি বলেন, তাদের সঙ্গে কেউ শত্রুতা করে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কারণ এই ঘরের মধ্যে আগুন লাগার মত তেমন কোন ডিভাইস নেই, নেই বিদ্যুতের সংযোগ, নেই গ্যাসের সংযোগ।