শাল্লা প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লায় ০৪ নং শাল্লা ইউপির সুজাত মিয়া (১২) নামে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তিনি উপজেলার সহদেবপাশা গ্রামের কবির মিয়ার ছেলে।
২৫ জুন (মঙ্গলবার) দুপুরে মসজিদে যাওয়ার পথে বাঁশের সাঁকো থেকে পড়ে ঝুলে থাকা বিদ্যুতের লাইনে লেগে বিদ্যৎপৃষ্ট হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে শাল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুজাত মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, শাল্লা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ওমর ফারুক মিয়া।
স্থানীয় সুত্রে জানা যায়, মসজিদে যাওয়ার পথে বাঁশের সাঁকো থেকে পড়ে বিদ্যুতের লাইনে লেগে সুজাত মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয়রা জানান বিদ্যুৎ বিভাগের উদাসীনতার কারনেই হাওরে একের পর এক অগঠন ঘটছে। কারন হাওরের বিভিন্ন এলাকায় ওদের বিদ্যুতের লাইনগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে। ওদের কোনো তদারকি নেই।
শাল্লা থানার ওসি (তদন্ত) আহমদ উল্লা ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে ১২ বছরের এক কিশোর মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।