• ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শাল্লায় বন্যায় আশ্রিতদের মাঝে খাবার বিতরণ করেন থানার ওসি মিজানুর রহমান

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জুন ২১, ২০২৪
শাল্লায় বন্যায় আশ্রিতদের মাঝে খাবার বিতরণ করেন থানার ওসি মিজানুর রহমান

সন্দীপন তালুকদার সুজন, স্টাফ রিপোর্টার: টানা পাহাড়ি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে শাল্লা উপজেলার নতুন গ্রামের অধিকাংশ বাড়িঘর পানিতে ভাসছে। পানি বন্দী হয়েছে অসংখ্য মানুষ। দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। উনার উদ্যোগে ক্ষতিগ্রস্থ ও শরনার্থীদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

২১ জুন (শুক্রবার) সকাল থেকে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও গ্রামে গিয়ে বানভাসী আশ্রিত মানুষের মাঝে এসব খাবার বিতরণ করেন।

জানাযায়, ওসি মিজানুর রহমান এরপূর্বেও মানবিক কাজ করে অনেক প্রশংসিত হয়েছেন। কিছুদিন আগে একটা শিশু মেয়ের চিকিৎসার উদ্যোগ নিয়ে জন্য অনেক সহযোগিতা করেছেন। পরবর্তীতে উনার ডাকে অনেকেই সাড়া দিয়েছেন। অসহায় মানুষের পাশে সর্বত্রই থাকেন।

এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর মিজান বলেন, বন্যায় শাল্লার অনেক বাড়িঘরে পানি উঠে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যাওয়া সহ আশ্রিত মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করছি। এই মানুষগুলো খুব কষ্টে দিনাতিপাত করছে। মানুষের বিপদে মানুষ হিসেবে অবশ্যই থাকা প্রয়োজন। তাই আমরা খিচুড়ি রান্না করে আশ্রিত মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। এই কাজে সহযোগিতা করার জন্য আমি থানার সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি।

খাবার বিতরণে আরও উপস্থিত ছিলেন, এস আই লুৎফর, শাহীন, নাজমুল, এএসআই আক্তার, জাকির, মোজাম্মেল, কনস্টবল তন্ময়, হারুন, মুহিব, নাজমুল, ইরফান সহ অনেকেই।