শাল্লা প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অরিন্দম চৌধুরী অপু শাল্লাবাসী সহ দেশ-বিদেশের সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
রবিবার (১৬ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদের কার্যালয় থেকে এক ব্রিফিংয়ের মাধ্যমে ইদের শুভেচ্ছা বার্তা জানান।
অপু চৌধুরী বলেন, আমাদের এই বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। আমরা সবাই এই মনোভাব নিয়ে অবস্থান করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলছেন, “ধর্ম যার যার, উৎসব সবার”। ধর্মীয় উৎসব সামজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখে। প্রতিটি উৎসবে মানুষের প্রতিহিংসা ও সহিংসতা দূরীকরন হয়। একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ঐক্যের বন্ধনকে উৎসাহিত করে। ধনী-দরিদ্র সবাই ঐক্যবদ্ধ হয়ে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে এই উৎসব উদযাপন করে থাকে।
ইদ-উল-আজহা মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসবগুলোর মধ্যে অন্যতম। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে আত্মশুদ্ধির মধ্য দিয়ে ঈদ-উল-আজহা প্রতিটি মানুষের জীবনে আনন্দ ও শান্তি বয়ে আনবে বলে বিশ্বাস করেন ভাইস চেয়ারম্যান অরিন্দম চৌধুরী অপু।