• ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

ওসমানীনগর থানার নতুন ওসি মাছুদুল আমিন

Dainik Shallar Khabor.com
প্রকাশিত মে ২, ২০২৩
ওসমানীনগর থানার নতুন ওসি মাছুদুল আমিন

শাল্লার খবর ডেস্ক ::: সিলেটের ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিনকে বদলি করা হয়েছে। নতুন ওসি হিসেবে পদায়ন করা মাছুদুল আমিনকে।

গতকাল সোমবার (১ মে) সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক আদেশে সিলেটের বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) হিসেবে দায়িত্ব থাকা কালে তাকে বদলি করে ওসমানীনগর থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়।

এছাড়া ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিনকে এসএমপির মোগলাবাজার থানায় বদলি করা হয়।

ওসমানীনগর থানার নবাগত ওসি মাছুদুল আমিন গত সোমবার রাতে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

এর পূর্বে মাছুদুল আমিন ওসমানীনগর থানার ওসি(তদন্ত) হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেন। গত কয়েক মাস পূর্বে তাকে ওসমানীনগর থানা থেকে সিলেটের বিয়ানীবাজার থানায় একই পদে বদলি করা হয়।