• ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৭ হিজরি

শাল্লায় উদীচী’র উদ্যোগে মে দিবস উদযাপন

Dainik Shallar Khabor.com
প্রকাশিত মে ২, ২০২৩
শাল্লায় উদীচী’র উদ্যোগে মে দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শাল্লায় “উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই।’ এই স্লোগানকে সামনে রেখে উদীচী’র উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (১মে) বেলা ১১টায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী শাল্লা শাখার অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
উদীচী’র শাল্লা শাখার সাধারণ সম্পাদক চম্পা তালুকদারের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা আজমান গণি তালুকদার, কবি রবীন্দ্র চন্দ্র দাস, জহর লাল দাস, সহ সভাপতি বিধান তালুকদার, সহ সভাপতি প্রভাষক বিধান চন্দ্র সরকার, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের সহ সম্পাদক জয়ন্ত সেন, সাংগঠনিক সম্পাদক শিক্ষক জ্যোতির্ময় চৌধুরী, শিক্ষক দেবদাস দাস প্রমুখ।
এরপূর্বে প্রয়াত শ্রমিকদের আত্মার শান্তি কামনায় ১মিনিট নীরবতা পালনের মধ্যদিয়ে দিবসটি পালনের শুভ সুচনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন আগামী দিনগুলোতে একটি বৈষম্য ও সাম্প্রদায়িক মুক্ত বিশ্ব গড়ে তুলতে হবে, অবসান ঘটাতে হবে ধনী গরীবের মধ্যে বৈষম্যময় সমাজ ব্যবস্থার, দুর্নীতিমুক্ত দেশ গড়তে হবে। আমরা চাই সম অধিকার। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমাদের সবাইকে একযোগে লড়াই চালিয়ে যেতে হবে। সাম্রাজ্যবাদ আর পুঁজিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারাই আমাদের স্বাধীনতাকে বিপন্ন করে তুলেছে। মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করেছে। অন্যদিকে দেখা যায় ধর্ম অবমাননার জিগির তোলে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে ঘরবাড়ি ভাংচুর, অগ্নি সংযোগ, লুটপাট, নির্যাতন করছে একটি শ্রেণির নিরীহ মানুষদেরকে। এভাবেই বিষিয়ে তুলছে ওই শ্রেণির মানুষের জীবন। একটি দেশ এভাবে চলতে পারে না। এসব ধর্মান্ধ গোষ্ঠী’র বিরুদ্ধেও প্রত্যেক মানুষের সোচ্চার হওয়ার আহ্বান জানান উদীচী’র শাল্লা শাখার নেতৃবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের গণসংগীত শিল্পী ইন্দ্রজিত দাস, সদস্য ও বাউলশিল্পী হারুন মিয়াসহ অন্যান্য শিল্পীবৃন্দ।