• ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে সুরমা নদীতে ডুবে শিশুর মৃত্যু

Dainik Shallar Khabor.com
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৩
ছাতকে সুরমা নদীতে ডুবে শিশুর মৃত্যু

 শাল্লার খবর ডেস্ক ::: ছাতকে সুরমা নদীর পানিতে ডুবে নুর আলম (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) বিকেলে সুরমা নদীতে ডুবে সে মারা যায়।

নুর আলম ছাতক পৌরসভার বাগবাড়ি সাহেব টিলা এলাকার রেবাজ মিয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, রোববার বিকেলে নুর আলম তার সমবয়সীদের সাথে শহরের ডাক বাংলো এলাকায় সুরমা নদীর তীরে ঘুরতে গিয়ে একটি নৌকায় উঠে। ওই নৌকা থেকে পা ফসকে নদীর পানিতে পড়ে সে তলিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন নদীতে জাল ফেলে তাকে অনেক খোঁজাখুঁজি করে। একপর্যায়ে সন্ধ্যায় তার মৃত দেহ উদ্ধার করা হয়।

শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন।