• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নৌকা পাওয়ার প্রতিক্রিয়ায় যা বললেন আনোয়ারুজ্জামান

Dainik Shallar Khabor.com
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৩
নৌকা পাওয়ার প্রতিক্রিয়ায় যা বললেন আনোয়ারুজ্জামান

শাল্লার খবর ডেস্ক ::: সিলেট নগরের উন্নয়নে স্বার্থে নগরবাসীকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শনিবার (১৫ এপ্রিল) দুপুরে দলের বৈঠকে সিদ্ধান্ত আসার পর পর তিনি তার এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এমন কথা বলেন।

একইসাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নগরবাসীকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। বিশেষ করে যারা প্রবাসী বাংলাদেশী রয়েছেন তাদের সহযোগিতাও চেয়েছেন তিনি।

তিনি আরও বলেন, আধ্যাত্মিক ও পর্যটন নগরী এই সিলেটের পরিকল্পিত উন্নয়নের জন্য একটি মাস্টারপ্ল্যান করে আগামীতে বিশেষজ্ঞদের মতামতকে প্রাধান্য দিয়ে ও বর্তমান নগর পিতার মতামত দিয়ে একটি আইডল নগরী গড়ে তুলবো।

এদিকে তাকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন প্রদান করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে ধন্যবাদ জানান তিনি। একইসাথে ধন্যবাদ জানান দলের প্রতিটি নেতা-কর্মীদের।

প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশন নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।