• ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শাল্লায় প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচার : থানায় অভিযোগ : প্রেসক্লাবে নিন্দা

Dainik Shallar Khabor.com
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৩
শাল্লায় প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচার : থানায় অভিযোগ : প্রেসক্লাবে নিন্দা
সন্দীপন তালুকদার সুজন, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়েছে পাবেল আহমেদ নামের এক কুখ্যাত চোরের ছেলে। বিষয়টি প্রেসক্লাবের সভাপতির দৃষ্টিগোচর হলে শনিবার (৮এপ্রিল) শাল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
অন্যদিকে রবিবার (৯এপ্রিল) প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দুপুরে এক জরুরি সভায় মিলিত হন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
জয়ন্ত সেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সন্দীপন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি রথীন্দ্র চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক কাজী বদরুজ্জামান কার্যকরী সদস্য প্রীতম দাশ প্রমুখ। শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর অপপ্রচার করায় শাল্লা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
জানা যায়, ৭এপ্রিল ভান্ডাবিল হাওর উপ প্রকল্পের আওতায় ১৯নং পিআইসির সদস্য সচিব পাবেল আহমেদ নারকিলা গ্রামের দেবল তালুকদার নামের এক দরিদ্র কৃষকের স্বাক্ষর জাল করে ওই পিআইসিতে তাকে সদস্য পদে রাখে। দেবল তালুকদারের স্বাক্ষর জালিয়াতির এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ৭এপ্রিল বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতেই পাবেল আহমেদের স্বাক্ষর জালিয়াতির বিষয়টি স্পষ্ট হয়ে যায়। এরপরেই পাবেল আহমেদ ক্ষুব্ধ হয়ে তার নিজ ফেসবুক আইডি থেকে শাল্লা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান সভাপতি জয়ন্ত সেনের বিরুদ্ধে অশ্লীল, কুরুচিপূর্ণ, মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও চরম মানহানিকর বিতর্কিত একটি স্ট্যাটাস দেয়।
এবিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন আমি ছুটিতে রয়েছি। অভিযোগের বিষয়ে আমি অবগত। তিনি থানায় এসে তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন বলে জানান থানার অফিসার ইনচার্জ।