• ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে বিএনপি অবস্থান কর্মসূচি পালন

Dainik Shallar Khabor.com
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৩
তাহিরপুরে বিএনপি অবস্থান কর্মসূচি পালন

শাল্লার খবর ডেস্ক ::: বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, আ,লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে, তত্তাবধায়ক সরকার ও পূর্বঘোষিত ১০ দশদফা বাস্থবায়নের দাবীতে সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থান কর্মসূচী পালিত হচ্ছে।

শনিবার(০৮এপ্রিল)দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার পূর্ব বাজারে উপজেলা বিএনপির আয়োজনে কর্মসূচী পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জির সভাপতিত্বে ও জেলা বিএনপি সহদপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ-১আসনে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন।

এছাড়াও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ, সাবেক চেয়ারম্যান সবুজ আলম,লায়েছ মিয়া, এমদাদুল হুদা, মোশাহিদ আলম তালুকদার, চাঁন মিয়া মাষ্টার, বাবরুল হাসান বাবলু, আমীর শাহ, এনাম তালুকদার, সাইদুল কিবরিয়া, সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম, তোজাম্মিল হক নাসরুম,আবুল কালাম, ছাত্রদল সভাপতি আবুল হাসান রাসেল, সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না প্রমুখ।

এসময় উপজেলার বিএনপি, ছাত্রদল, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ অন্যান্য অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।