• ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নলুয়ার হাওরে আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী !

Dainik Shallar Khabor.com
প্রকাশিত মার্চ ১৪, ২০২৩
নলুয়ার হাওরে আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী !

শাল্লার খবর ডেস্ক ::: সুনামগঞ্জের জগন্নাথপুরে নলুয়ার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক আসছেন ১৫ মার্চ এমন বার্তা দিয়ে দ্রুত বাঁধ নির্মাণ কাজ শেষ করতে তাগাদা দেওয়া হয়েছে।

সোমবার পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী হাসান গাজী প্রকল্প বাস্তবায়ন কমিটি পিআইসির এমন নির্দেশনা দিয়ে প্রচারণা চালান। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পানি সম্পদ প্রতিমন্ত্রীর কোন সফরসূচি পাওয়া যায়নি।

পাউবো, কৃষক ও প্রকল্প বাস্তবায়ন কমিটির লোকজন জানান, জগন্নাথপুর উপজেলার বোরো ফসল রক্ষায় এবার ১০ কোটি টাকা বরাদ্দ পেয়ে ৪৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করে কাজ শুরু হয়। নিয়ম অনুযায়ী ১৫ ডিসেম্বর কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারি কাজ শেষ করার কথা থাকলেও কাজ শেষ না হওয়ায় আরও এক সপ্তাহ সময় বাড়ানো হয়। দ্বিতীয় দফা বর্ধিত সময়ে কাজ শেষ না হওয়ায় কৃষকরা শঙ্কায় ভুগছেন। এমন পরিস্থিতিতে সোমবার পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জগন্নাথপুরের নলুয়ার হাওর পরিদর্শন করবেন জানিয়ে পিআইসিদের দ্রুত কাজ শেষ করতে নির্দেশনা দেওয়া হয়।

নলুয়ার হাওরের ফসল রক্ষা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি নান্টু দাস জানান, মন্ত্রী আসবেন তাই দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে। আমার প্রকল্পের কাজ শেষ। অনেক প্রকল্পের ঘাস লাগানো চলছে।

হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ফসল রক্ষা বেড়িবাঁধের কাজ শেষ না হওয়া মেনে নেওয়া যায় না। এখন মন্ত্রীর দোহাই দিয়ে কাজ শেষ করতে চাপ দেওয়া হচ্ছে। হাওরের নীতিমালা মেনে কাজ করলে এমন পরিস্থিতি হতো না।

পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী হাসান গাজী বলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ১৫ মার্চ আসার কথা মৌখিকভাবে জানতে পেরেছি। এজন্য সকল প্রকল্প বাস্তবায়ন কমিটি পিআইসির লোকজন কে দ্রুত কাজ শেষ করতে বলেছি। তিনি বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধের মাটির কাজ শেষ। ঘাস লাগানো চলছে। ১৫ মার্চের আগে সব কাজ শেষ করতে হবে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রীর সরকারি সফরসূচি এখনো পাওয়া যায়নি। হাওরের ফসল রক্ষায় ৯৭ ভাগ কাজ শেষ।