• ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সোনাই নদীর উপর সেতুর মাধ্যমে ছাতক-কোম্পানীগঞ্জের নতুন বন্ধন রচিত হলো : এমপি মানিক

Dainik Shallar Khabor.com
প্রকাশিত মার্চ ১২, ২০২৩
সোনাই নদীর উপর সেতুর মাধ্যমে ছাতক-কোম্পানীগঞ্জের নতুন বন্ধন রচিত হলো : এমপি মানিক

শাল্লার খবর ডেস্ক ::: সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প তৈরি করেছেন। বর্তমানে সেই লক্ষ নিয়েই দেশের সকল উন্নয়ন কার্যক্রম সামনের দিকে ধাবিত হচ্ছে।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধীরা দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে নতুন-নতুন কৌশল অবলম্বন করছে। তারা কিছুতেই সফল হতে পারছে না। দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র নস্যাৎ করে জননেত্রী শেখ হাসিনা দেশকে দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে তাদের মুখে হাসি ফোটাতে চান।

ছাতকের ইসলামপুর ইউনিয়নের সোনাই নদীর উপর ৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে শনিবার (১১মার্চ) সন্ধ্যায় ছনবাড়ী বাজারে ২নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুরাদ আহমদ ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রঘু মনি সিংহের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমপি মানিক আরও বলেন, নির্মাণাধীন এ সেতুর মাধ্যমে ছাতক ও কোম্পানীগঞ্জবাসীর মধ্যে এক নতুন বন্ধন রচিত হলো। দেশের সর্বত্র একইভাবে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। দেশের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের কারণে এখন আর প্রত্যন্ত অঞ্চল বলে কিছুই থাকলো না।

ইসলামপুর ইউনিয়নে ইকোনোমিক জোনসহ মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। এসব প্রকল্পের কাজ বাস্তবায়ন করতে ইতোমধ্যেই শুরু করা হয়েছে প্রাথমিক কার্যক্রম। তিনি বলেন, উন্নয়ন অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আগামী সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে ইসলামপুর ইউনিয়নসহ দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান আশরাফি বাবু চৌধুরী, সুনামগঞ্জের নির্বাহী প্রকৗশলী মাহবুব আলম, সিলেট জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, আওয়ামীলীগ নেতা সামছুজ্জামান রাজা, মতছির আলী, আব্দুস ছালাম, কামরুজ্জামান, মিলন সিংহ প্রমুখ।