• ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে ধনঞ্জয় দাস ধনু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

Dainik Shallar Khabor.com
প্রকাশিত মার্চ ১২, ২০২৩
জগন্নাথপুরে ধনঞ্জয় দাস ধনু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

শাল্লার খবর ডেস্ক ::: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব বাড়ির বাসিন্দা অকাল প্রয়াত তরুণ ক্রিকেটার ধনঞ্জয় দাস ধনু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ মার্চ) সকালে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ধনঞ্জয় দাস স্মৃতি সংসদ ও তার বন্ধু মহলের উদ্যোগে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

ধনঞ্জয় দাস ধনু স্মৃতি সংসদ সভাপতি সঞ্চয় দাসের সভাপতিত্বে ও উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সুবল দেবের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর, দৈনিক প্রথম আলোর জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, কাউন্সিলর সফিকুল হক, কামাল হোসেন, কৃষ্ণ চন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসেন, ক্রীড়া সংগঠক রাজন দাশ, আবুল কালাম আকন প্রমুখ।

উদ্বোধনী খেলায় নছির আলী ক্রিকেট ক্লাব জিগলি ও ইলেভেন স্টার জগন্নাথপুরের অংশগ্রহণ করে।

প্রসঙ্গত, ২০১৬ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় তরুণ ক্রিকেটার ধনঞ্জয় দাস।