• ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে জমি নিয়ে দুই প্রবাসীর সংঘর্ষ, প্যানেল চেয়ারম্যানসহ আহত ১০

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৩
জগন্নাথপুরে জমি নিয়ে দুই প্রবাসীর সংঘর্ষ, প্যানেল চেয়ারম্যানসহ আহত ১০

শাল্লার খবর ডেস্ক ::: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নে দুই যুক্তরাজ্য প্রবাসীর মধ্যে ভূমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর আহত পাটলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলামসহ ৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, পাটলী ইউনিয়নের চানপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী এনামুল হক ও তার চাচাতো ভাই হারুনুজ্জামান পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে হারুনুজ্জান পক্ষের লোকজন বিরোধপূর্ণ জায়গায় দেয়াল নির্মাণ করতে গেলে শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এসময় বিষয়টি মীমাংসা করতে এগিয়ে এলে পাটলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম (৪৮) এনামুল (৫২) রেজাউল (৪২) বদরুজ্জামান (৫৫) ও হারুনুজ্জামান (৪৫) গুরুতর আহত হন।

তাদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রস্তুতি চলছে।