• ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৩
সিলেটে গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়

শাল্লার খবর ডেস্ক ::: দেশের মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনে সিলেট অঞ্চলে নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে এই বিপর্যয় দেখা যায় বলে জানান গ্রাহকরা।

এ বিষয়ে গ্রামীণফোনের এক কর্মকর্তা জানান, আজ সকালে হঠাৎ করেই এই অভিযোগ আসে। পরে দেখা যায়, একই সময়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ৩টি ভিন্ন স্থানে ফাইবার ক্যাবল কাটা পড়ার কারণে এই নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে।

নিউজ ২৪ সিলেটের ব্যুরো প্রধান সৈয়দ রাসেল জানান, সকাল সাড়ে ১১টা থেকেই তিনি গ্রামীণফোনে নেটওয়ার্ক পাচ্ছেন না। এতে করে সংবাদ সংগ্রহে সমস্যা হচ্ছে, এছাড়া যারা গ্রামীণফোন ব্যবহার করেন, তাদের কেউই তখন নেটওয়ার্ক পাচ্ছেন না।