সন্দীপন তালুকদার সুজন,শাল্লা(সুনামগঞ্জ)প্রতিনিধি:
প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মিণী সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের মাননীয় সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তাকে উদ্দেশ্য করে জামাতপন্থী এস এম শামীমের নিজের ফেসবুক একাউন্ট থেকে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদ ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে শাল্লায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
২০ ফেব্রুয়ারী (সোমবার) দুপুরে শাল্লা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর পূর্বে আওয়ামীলীগের কর্মী ও সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল করেন।
৪নং শাল্লা ইউপির সাবেক চেয়ারম্যান জামান চৌধুরী (ফুল মিয়া) এর সভাপতিত্বে ও সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রান্টু লাল দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নওশের মনির, কৃষক লীগের সাবেক সভাপতি কাজল বরণ চৌধুরী, বাহাড়া ইউপি আওয়ামীলীগের সভাপতি পিযুষ কান্তি দাস, যুবলীগ কর্মী তফসির আলম চৌধুরী, কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক ও সুরঞ্জিত সেন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক পি সি দাস পিযুষ, সেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিহির কান্তি রায়, আওয়ামী কর্মী একরামুল হোসেন সহ আরো অনেকেই।
মানববন্ধনে বক্তরা বলেন, মহান সংসদের কবি, সংবিধান প্রনেতা, জাতীয় নেতা প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মিণী, আমাদের দিরাই-শাল্লার রাজনৈতিক অভিভাবক মাননীয় এমপি ড. জয়া সেনগুপ্তা-কে উদ্দেশ্য করে জামাত শিবিরের গুপ্তচর শামীম নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে কুরুচিপূর্ণ, উস্কানি, ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক লেখার প্রতিবাদে কঠোর শাস্তির দাবি জানান। ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।