স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শাল্লায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
২১ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলা পরিষদ গণমিলনায়তনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে ও উজানযাত্রাপুুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা স্বর্ণালী মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ, শাল্লা ডিগ্রি কলেজের অধ্যাপক তরুণ কান্তি দাস, শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অনীল চন্দ্র দাশ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাশ, ৪নং শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী হানিফ উদ্দিন, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, সমবায় কর্মকর্তা হীরন্ময় রায়, গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীপাল দাশ মিল্টন প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন।
এর পূর্বে দুপুরে আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আ’লীগের সহ সভাপতি আাব্দুস ছাত্তার মিয়ার সভাপতিত্বে ও সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুলাহ আল মাহমুদ।
এর পূর্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবসের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শাল্লা উপজেলা প্রেসক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠী, খেলাঘর আসর সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।