শাল্লার খবর ডেস্ক ::: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই ইউনিয়ন পরিষদের সদস্য পদে উপনির্বাচনে প্রার্থিতা যাচাই বাছাইয়ে ৬ প্রার্থীর মনোনয়নই বৈধ হিসেবে বিবেচিত হয়েছে।
সোমবার( ২০ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাচন কার্যালয়ে এ যাচাই বাছাই শেষে উজেলা নির্বাচন কর্মকর্তা (অ:দা:) ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাইফুদ্দীন প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
প্রার্থীরা হলেন, পাটলী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে লায়েছ মিয়া ও ছায়াদুর রহমান। আশারকান্দি ইউনিয়ন পরিষদের ২ নম্বর সংরক্ষিত আসনের সদস্য পদে ফাহমিদা বেগম, মরনী রানী রায়, আলেয়া বেগম ও শাপলা বেগম।
তফসীল অনুযায়ী আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১৬ মার্চ ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদ এবং আশারকান্দি ইউনিয়ন পরিষদের ওই দুই ওয়ার্ডের সদস্যদের মৃত্যু হওয়ায় পদগুলো শূন্য হয়।