শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লায় ডেভিল হান্ট মামলায় শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) বাদল চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়েছে৷ তিনি বাহাড়া ইউনিয়নের ডুমরা গ্রামের মৃত মাখন লাল দাসের ছেলে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে শাল্লার ঘুঙ্গিয়ারগাঁও বাজার থেকে বাদল দাসকে থানায় নিয়ে যাওয়া হয় এবং রাতে ডেভিল হান্ট মামলায় গ্রেফতার করা হয়।
বাদল দাসের গ্রেফতারের বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ রাকিবুজ্জামান বলেন, আমি একটা জুম মিটিংয়ে আছি। এবিষয়ে আপনি তদন্ত কর্মকর্তা এস আই নবী হোসেনের সাথে কথা বলেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার ডেভিড হান্ট মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নবী হোসেন বলেন, বাদল দাসকে ডেভিল হান্ট মামলায় এরেস্ট করে সকালে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
বাদল দাসের বড়ভাই বাবুল দাস সহ অন্যরা জানান, বাদলের নামে থানায় কোনো অভিযোগ ও মামলা নেই। তাকে বিকালে ঘুঙ্গিয়ারগাঁও বাজার থেকে থানায় ডেকে নিয়ে আনা হয়। খবর পেয়ে আমরা থানায় যাই, আমাদেরকে বলা হয় কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে। পরে রাতে ডেভিল হান্ট মামলায় আসামী করে সকালে সুনামগঞ্জ কোর্টে চালান করা হয়। বাবুল দাস বলেন, আমি এখন সুনামগঞ্জ কোর্টে আছি।
শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাদল দাসকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানান সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদার সুজন সহ অন্যান্য সদস্যগণ।