শেষ বিদায়ের পালকি—এক অবশ্যম্ভাবী ডাক। এই পালকি চড়েই একদিন মা, বাবা, স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজন—সকল প্রিয় বন্ধন ছিন্ন করে আমাদের প্রত্যেককে এই সুন্দর পৃথিবী ছেড়ে একাকী পাড়ি দিতে হবে কবরের জীবনে। এই যাত্রা নিশ্চিত, এই গন্তব্য চূড়ান্ত।
আমরা এই দুনিয়ার ক্ষণস্থায়ী আলোয় কত কিছুই না সংগ্রহ করি! জাগতিক সম্পদ, খ্যাতি আর প্রাচুর্যের মোহে আমাদের জীবন দ্রুত পেরিয়ে যায়। কিন্তু প্রকৃত বুদ্ধিমান তিনি, যিনি এই ক্ষণস্থায়ী জীবনকে তাঁর শেষ জীবনের স্থায়ী সম্বল প্রস্তুত করার কাজে লাগান। সেই একাকী যাত্রায় সাথে যাবে শুধু আমাদের কর্মের পুণ্য বা পাপের ফল।
✨ কবরের জীবনে যা আমাদের আসল সম্বল:
সেই আসল পাথেয় হলো—
* সুদৃঢ় ঈমান ও নেক আমল।
* মহান আল্লাহ্র ভয় (তাকওয়া)।
* সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতি গভীর দয়া ও মানবিকতা।
কারণ, জীবনের সকল প্রাপ্তি ও অর্জন—তা যত বড়ই হোক না কেন—এখানেই রেখে যেতে হবে। যখন সেই অবশ্যম্ভাবী ডাক আসবে, আর পালকি থামবে গন্তব্যে, সেদিন প্রতিটি আমলের হিসাব হবে।
তাই, সময় ফুরিয়ে যাওয়ার আগেই আসুন আমরা আমাদের আমলের ঝুলি ভরে নিই। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের দরবারে হাজির হওয়ার জন্য প্রস্তুতি নেই, যে হাজিরার পর আর কোনো প্রত্যাবর্তন নেই। তাঁর সন্তুষ্টিই যেন আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হয়।
> “তোমরা এমন জীবন-সফর করো যে, তোমাদের পাথেয় যেন হয় তাকওয়া। আর তোমরা আমাকে ভয় করো, হে জ্ঞানীরা।”
> — পবিত্র আল-কুরআন, সূরা আল-বাকারা, আয়াত ১৯৭ (ভাবার্থ)
>
লেখক:
সাংবাদিক- হাবিবুর রহমান হাবিব।
শাল্লা-সুনামগঞ্জ।