• ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাল্লা বিএনপি’র দোয়া মাহফিল

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাল্লা বিএনপি’র দোয়া মাহফিল

হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোর্টার:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ১ ডিসেম্বর সোমবার শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সদরের বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এই মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল এবং সঞ্চালনা করেন সদস্য উসমান মিয়া।

দোয়া মাহফিলে উপস্থিত নেতাদের মধ্যে বক্তব্য রাখেন: মাহবুব সোবহানী চৌধুরী,নিত্যানন্দ দাস নিতাই, আলী আমজাদ তালুকদার, হাবিবুর রহমান হাবুল, একরামুল হোসেন,আব্দুল মজিদ, জুনেদ আহমদ, শৈলেন দাস, সাইফুর রহমান,
শাকিল আহমেদ প্রমুখ।

সবশেষে উপজেলা পরিষদ মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা এনামুল হক মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের দরবারে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন।