• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, প্রার্থী হবেন হবিগঞ্জ-১ আসনে

Dainik Shallar Khabor.com
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৫
বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, প্রার্থী হবেন হবিগঞ্জ-১ আসনে

আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়াপুত্র ড. রেজা কিবরিয়া সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। তিনি দলটির প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, ড. রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করতে পারেন।

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে তিনি একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বিএনপিতে যোগ দেয়ার বিষয়ে ড. রেজা কিবরিয়া বলেন, ’ইতিমধ্যেই আমি বিএনপির প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছি। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যই আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায়।’

এদিকে বিএনপি হবিগঞ্জ জেলার চারটি আসনের মধ্যে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনটিতে এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। বাকী তিনটি আসনে প্রার্থীদের নাম ঘোষিত হয়েছে। তালিকা প্রকাশের পর নবীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে।