হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলাধীন শাল্লা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কালনী নদীর তীব্র ভাঙনে চরম মানবিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। বিগত কয়েক মাস ধরে চলা এই ভাঙনে নদীর ডান তীরে অবস্থিত শাল্লা গ্রামের বহু পরিবার তাদের পৈতৃক ভিটেমাটি হারিয়েছে। একটি মাদ্রাসা ও গুরুত্বপূর্ণ স্থাপনা সহ শাহগঞ্জ বাজারটিও এখন চরম ঝুঁকিতে রয়েছে।
গ্রামের বাসিন্দা ও ক্ষতিগ্রস্তরা জানান, ভাঙনের গতি এমন যে, আর কিছুদিন এভাবে চললে শাল্লা গ্রামের শাহগঞ্জ বাজার, মাদ্রাসা, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বহু মানুষের জীবন-জীবিকার কেন্দ্র নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এর আগেও কালনীর ভাঙনে বাহাড়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামের প্রাইমারি স্কুল, রাস্তাঘাট, এবং হবিবপুর ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামের বহু পরিবার ভিটেমাটি হারিয়েছে।
ক্ষতিগ্রস্তরা দীর্ঘদিনের এই ভাঙন রোধে দ্রুত জিও ব্যাগ বা ব্লক ফেলে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সরকারের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন।
শাল্লা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ওবায়দুল হক এবং শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস উভয়েই ভাঙনের বিষয়টি অবগত আছেন এবং দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (সুনামগঞ্জ২) এমদাদুল হক জানান, পূর্বে ভাঙন এলাকায় জিও ব্যাগে মাটি ভর্তি করে ফেলা হয়েছিল, এবং শীঘ্রই ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।