• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শাল্লায় বিদ্যুৎস্পৃষ্টে এক জনের মৃত্যু

Dainik Shallar Khabor.com
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৫
শাল্লায় বিদ্যুৎস্পৃষ্টে এক জনের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের শাল্লা গ্রামে একটি সুপাড়ি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সুরজ আলী (৬৩) নামের এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর সকাল ১১ টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুরুজ আলী শাল্লা গ্রামের মৃত সিদ্দিন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সংসারের হাল ধরতে দিনমজুরের কাজ করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ আলী নিজ বাড়ির একটি সুপারি গাছ কাটার চেষ্টা করে, গাছের ভার রাখতে না পারায় সেই সুপারি গাছটি বিদ্যুৎ এর তারে পড়ে যায়, তাৎক্ষনিক গাছের মধ্যে বিদ্যুৎ ছড়িয়ে পড়লে সুরুজ আলী বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঘটনা স্থলেই অঞ্জান হয়ে পড়ে যায়, পড়ে আত্মীয় স্বজন পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পড়ে স্থানীয় বাসিন্দারা ওয়ার্ড মেম্বার জহির মিয়ার মাধ্যমে থানা পুলিশ কে অবগত করেন।

এব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।