• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পিআর পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে শাল্লায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Dainik Shallar Khabor.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৫
পিআর পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে শাল্লায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হাবিবুর রহমান-হাবিব, স্টাফ রিপোর্টারঃ

পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন ও জুলাই সনদ ঘোষণাসহ কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাল্লা উপজেলা শাখার উদ্যোগে ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৬ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদের পুরাতন ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীগণ এক সমাবেশে মিলিত হয়। জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক আবুল খায়ের এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী শাল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ড শাখার সভাপতি আব্দুর রহিম মহন, জামায়াতে ইসলামী শাল্লা উপজেলা শাখার বায়তুল মাল সম্পাদক সেলিম মিয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাল্লা উপজেলা শাখার সভাপতি শাহিনুর রহমান-প্রমুখ।

‘জামাত শিবির জনতা-গড়ে তোর একতা’ শ্লোগান কে সামনে রেখে, বক্তাগণ-পিআর পদ্ধতি সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনান্তে বিস্তর বক্তব্য রাখেন।