• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটের সেটেলমেন্ট অফিসের ‘মিনি প্রেস’ ঢাকায় স্থানান্তর হচ্ছে না

Dainik Shallar Khabor.com
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫
সিলেটের সেটেলমেন্ট অফিসের ‘মিনি প্রেস’ ঢাকায় স্থানান্তর হচ্ছে না

সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তর করা হবে না বলে আশ্বস্ত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও বর্তমান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ভূমি উপদেষ্টার কাছে দাবি জানালে তিনি এ আশ্বাস প্রদান করেন বলে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্প্রতি প্রেস ঢাকায় সরিয়ে নেওয়ার উদ্যোগে সিলেটজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এর প্রতিবাদে নগরে মানববন্ধন-সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচী পালন করা করয়। এতে বলা হয়- সিলেট অঞ্চলের প্রবাসী ও স্থানীয় জনগণের জন্য এ প্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই দ্রুত খতিয়ান ছাপার কাজ সম্পন্ন হয়। এতে বহুদিনের ভোগান্তি কমেছে। কিন্তু এখনো বিভিন্ন মৌজার কাজ অসমাপ্ত থাকায় প্রেস ঢাকায় স্থানান্তর করা হলে সিলেটবাসী মারাত্মক সমস্যার সম্মুখীন হতেন।

বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগুরুত্বপূর্ণ এ বিষয়ে আলোচনা করতে গিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির ও আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি ভূমি উপদেষ্টার কাছে এই অনুরোধ করেন। এ সময় তিনি সিলেটবাসীকে নিশ্চয়তা দেন যে প্রেস ঢাকায় নেওয়ার কোনো পরিকল্পনা সরকার বাস্তবায়ন করবে না।

সিলেটের স্বার্থে এ আশ্বাস দেওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটবাসীর পক্ষ থেকে খাদ্য উপদেষ্টা উপদেষ্টাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।