হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শাল্লায় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ২৫ আগস্ট সোমবার দলটির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির
গৌরবময়, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলার পুরাতন শহীদ মিনারের সামনের রাস্তায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল করিম, নিত্যানন্দ দাস নিতাই, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ম সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাঈদ হোসেন সাগর- প্রমূখ।
এরপর নেতা কর্মীরা উপজেলা সদরস্থ ঘুঙ্গিয়ার গাঁও বাজারের বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন কর্মসূচি পালন করেন।