• ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৭ হিজরি

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হউক : শাল্লায় কৃষক দলের সমাবেশে একরামুল হোসেন

Dainik Shallar Khabor.com
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৫
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হউক : শাল্লায় কৃষক দলের সমাবেশে একরামুল হোসেন

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শাল্লায় কৃষক দলের কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন বলেছেন- যারা ৭১ এর যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে, তারা এখন ও দেশ ও জাতির কাছে ক্ষমা চায়নি, তাদের আমরা ভোট দিব না তারা দেশের শত্রু জাতির শত্রু ।

তিনি আরো বলেন দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে সারা দেশে বিএনপি সরকার গঠন করবে,
তাই আমাদের প্রয়োজন দিরাই শাল্লায় সরকার দলীয় এমপি।

অতএব আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে।
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে পক্ষে হউক।

হবিবপুর ইউনিয়ন কৃষকদলের আয়োজনে শাসখাই বাজারে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহাতাব মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমান হাবুলের সঞ্চালনায় ২৪ আগস্ট রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের হবিবপুর ইউনিয়ন কর্মী সমাবেশে বিশেষ বক্তা হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, মোঃ আকতার হোসেন, মোঃ বেনু মিয়া।

সমাবেশে হবিবপুর ইউনিয়ন কৃষক দলের বিভিন্ন নেতৃবৃন্দ সহ স্থানীয় প্রমূখ লোকজন উপস্থিত ছিলেন।