• ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেট ল’ কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা : শাল্লার সোহাগ আইন বিষয়ক সম্পাদক

Dainik Shallar Khabor.com
প্রকাশিত আগস্ট ২২, ২০২৫
সিলেট ল’ কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা : শাল্লার সোহাগ আইন বিষয়ক সম্পাদক

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সিলেট মহানগরের অধীনস্থ সিলেট ল’ কলেজ ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ২১ আগস্ট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এ্যাষ এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান স্বাক্ষরিত ৪৬ সদস্যের এ কমিটি প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে সুনামগঞ্জ জেলার শাল্লা থানার সন্তান ও সিলেট ল’ কলেজের শিক্ষার্থী মোঃ সোহাগ মিয়াকে আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এর আগে সে শাল্লা কলেজ ছাত্রদলের ‘যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক’ এর দ্বায়িত্ব পালন করেছেন।

কমিটি ঘোষণার পর মোঃ সোহাগ মিয়া বলেন, “আমি মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। সংগঠনের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে ছাত্রদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”

এ সময় তিনি ছাত্রদলের সকল নেতাকর্মীর সহযোগিতা কামনা করেন।