• ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৭ হিজরি

শাল্লায় সাবেক এমপি মিফতাহ উদ্দীন চৌধুরী রুমির গণসংযোগ ও লিফলেট বিতরণ

Dainik Shallar Khabor.com
প্রকাশিত আগস্ট ৭, ২০২৫
শাল্লায় সাবেক এমপি মিফতাহ উদ্দীন চৌধুরী রুমির গণসংযোগ ও লিফলেট বিতরণ

হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ২ দিরাই-শাল্লা আসনের সাবেক সংসদ সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক বিচারপতি এ্যাডভোকেট মিফতাহ উদ্দীন চৌধুরী রুমি ৭ আগস্ট বৃহস্পতিবার শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের অন্তর্গত দাড়াইন বাজার, আনন্দপুর বাজার ও শাসখাই বাজারে স্থানীয় বিএনপি ও এলাকায় লোকজনের সাথে গণসংযোগ করেন,
গণ সংযোগ কালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট ও বিতরণ করেন।
এবং দিরাই- শাল্লার যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ নানাবিধ সমস্যা দূরীকরণে সাধারণ মানুষের অধিকার আদায় সহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত শক্তিশালী করার জন্য বিএনপির সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিস্তর বক্তব্য রাখেন।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মাহদিন চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনায়েদ আহমেদ, বাহাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বিজয় কান্তি সরকার, হবিবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শৈলেন্দ্র কুমার দাস সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।