• ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৭ হিজরি

বর্ণাঢ্য আয়োজনে শাল্লায় জুলাই অভ্যুত্থান দিবস পালিত

Dainik Shallar Khabor.com
প্রকাশিত আগস্ট ৫, ২০২৫
বর্ণাঢ্য আয়োজনে শাল্লায় জুলাই অভ্যুত্থান দিবস পালিত

হাবিবুর রহমান হাবিব স্টাফ রিপোর্টার :

শাল্লায় জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট মঙ্গলবার দুপুরে শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শাল্লায় বিজয় র‌্যালি করেছেন।

এসময় দলের নেতা কর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে জুলাই দিবস উপলক্ষে বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তোলে শাল্লা উপজেলা সদর।

নেতা কর্মীরা জুলাই অভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রথম ধাপ উল্লেখ্য করে বিএনপির আদর্শের উপর আলোকপাত করে শান্তিপূর্ণ ভাবে দিবসটি উদযাপনের মাধ্যমে আগামী দিনের আন্দোলন সংগ্রামে আরও ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাল্লা শাখা, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দ দিবসটি উপলক্ষে র‌্যালি ও আনন্দ মিছিল করেছেন।