• ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৭ হিজরি

জকিগঞ্জে বিপুল পরিমাণ লুণ্ঠিত মালামালসহ ৪ ‘ডাকাত’ গ্রেপ্তার

Dainik Shallar Khabor.com
প্রকাশিত আগস্ট ৫, ২০২৫
জকিগঞ্জে বিপুল পরিমাণ লুণ্ঠিত মালামালসহ ৪ ‘ডাকাত’ গ্রেপ্তার

বিপুল পরিমান লুন্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

রবি ও সোমবার সিলেটের গোলাপগঞ্জ, ওসমানীনগর, সিলেট মেট্রোপলিটন (এসএমপি) এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ও বিশ্বম্বরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি প্রাইভেট কার, নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা, ৭ হাজার ৮শ ৯০ নেপালী রুপি, বিভিন্ন ব্যান্ডের ৩৪টি এনড্রয়েট ফোন, ৭টি আইফোন, ২৬ টি বাটন ফোন, ৫টি ট্যাব, ২টি ল্যাপটপ, ৫টি বিদেশি হাত ঘড়ি, ১টি বিদেশী ভিডিও ক্যামেরা, ৫টি শাড়ী, ৪টি ছাতা, ১টি ল্যাগেজ, ৩টি হ্যান্ড ব্যাগ, কম্পিউটার কি-বোর্ড, চার্জার, ১টি খেলনা পিস্তল, ২টি সুচালো সাবল, হাতুরি, ২টি সুইস চাকু, লোহার স্কুড্রাইভার ও গোল্ড প্রিন্টেট বিভিন্ন অলংকারসহ তাদের গেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট জেলার ওসামীনগর থানার মৃত আব্দুর রশিদের ছেলে ছোয়াবির আহমেদ ওরফে সাব্বির (৩৯) ও গোলাপগঞ্জ থানার রফিকুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৫), এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার মৃত আরজদ্দ উল্ল্যার ছেলে সোহেল মিয়া (৪২) ও বিশ্বম্ভরপুর থানার সুমন মিয়ার ছেলে রুহুল আমিন (২৫)।

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, ২২ জুলাই জকিগঞ্জের বারহলের খিলোগ্রামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে জকিগঞ্জ থানার দুই ডাকাতকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে লুন্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪সদস্যকে আটক করা হয়। মঙ্গলবার তাদের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

জকিগঞ্জে সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুফিজুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনার জড়িত আরোও ডাকাতদলের সদস্যদের নাম পাওয়া গেছে। ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারেও পুলিশ তৎপর রয়েছে।