• ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা সফর, ১৪৪৭ হিজরি

হযরত দরিয়াশাহ(রহঃ) মাজারের সাবেক খাদেম সমরাজ উদ্দিনের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

Dainik Shallar Khabor.com
প্রকাশিত মে ৩, ২০২৫
হযরত দরিয়াশাহ(রহঃ) মাজারের সাবেক খাদেম সমরাজ উদ্দিনের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলীতে চির শায়ীত হযরত শাহ সামালাল শাহ (রহঃ), হযরত শাহ আবিদাল শাহ(রহঃ), হযরত রহমত শাহ (রহঃ) ও হযরত দরিয়া শাহ (রহঃ) এর মাজারের সাবেক খাদেম কদমতলীর বাসিন্দা মরহুম সমরাজ উদ্দিনের ৭ম মৃত্যুবার্ষিকী ৩ মে শনিবার অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ যোহর হযরত দরিয়াশাহ (রহঃ) মাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা ড. শাহ ছাফিউর রহমান ছাহেব জ্বাদায়ে বালাউটি । মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কদমতলীর বিশিষ্ট মুরব্বী হযরত দরিয়া শাহ(রহঃ) এর মাজারের সাবেক মোতাওয়াল্লী হাজী সমরাজ মিয়া, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ইছাক মিয়া, হযরত শাহজালাল(রহঃ) মাজারের লঙ্গরখানার ভারপ্রাপ্ত কয়েস আহমদ, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক আকতার রশিদ চৌধুরী, সিলেট ব্যবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আতিকুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা আতিক আহমদ, লন্ডন প্রবাসী পারভেজ আহমদ, কাট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বদরুল ইসলাম, বিএনপি নেতা জাবেদ আহমদ বাদশা, জামায়াত নেতা রুস্তুম আলম কুদ্দুস, সমাজসেবী নাছির উদ্দিন, এ্যাডভোকেট তাজ উদ্দিন আহমদ, রূপালী এ্যালুমিনিয়ামের সত্ব্যাধিকারী কাজী জয়নুল ইসলাম, সমাজসেবী মির্জা আলী হোসেন, খাদেম মরহুম সমরাজ উদ্দিনের ছোট ভাই আকতার আহমদ, আফছর আহমদ প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি