• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দিরাইয়ে ইয়াবাসহ মা দ ক কারবারি আ ট ক

Dainik Shallar Khabor.com
প্রকাশিত মার্চ ১৬, ২০২৫
দিরাইয়ে ইয়াবাসহ মা দ ক কারবারি আ ট ক

১৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সুনামগঞ্জের দিরাই থানা পুলিশ।

শনিবার গভীর রাতে শুকুরনগর জামে মসজিদের সামনে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

আটকৃত আসামী পৌরসভার ঘাগটিয়া গ্রামের মৃত আদরিছ মিয়ার ছেলে মো: জুয়েল মিয়া (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে পৌরসভার হারানপুর এলাকায় অবস্থানকালে পুলিশ গোপন সূত্রের মাধ্যমে জানতে পায় শুকুরনগর জামে মসজিদের সামনে রাস্তায় কতিপয় লোক অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করতেছে। তাৎক্ষণিক দিরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর নের্তৃত্বে এসআই (নিরস্ত্র) মাসুদুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে শুকুরনগর জামে মসজিদের সামনে রাস্তার উপর হতে ১৮০ পিছ অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ আসামী মো: জুয়েল মিয়া (৪০) কে গ্রেফতার করা হয়।

দিরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক  গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দিরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আসামীকে বিধি মোতাবেক প্রয়োজনীয় পুলিশ পাহাড়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।