• ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৭ হিজরি

সিলেট মহানগর যুবলীগ নেতা জাহির র‌্যাবের হাতে গ্রে ফ তা র

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৫
সিলেট মহানগর যুবলীগ নেতা জাহির র‌্যাবের হাতে গ্রে ফ তা র

সিলেট মহানগর যুবলীগ নেতা জাহির আলীকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেল ৪টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলীচক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত জাহির আলী জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও এর হারিছ আলীর ছেলে। তিনি সিলেট মহানগরীর মেজরটিলা ভ্যালিসিটিতে বসবাস করতেন।

জাহির আলী সিলেট মহানগর যুবলীগের সদস্য ও জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহসভাপতি বলে জানিয়েছে র‌্যাব।

 

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল জানিয়েছেন জাহির আলীর বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনায় এ মামলা হয়েছে।