• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শাল্লায় দুই ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫
শাল্লায় দুই ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের শাল্লায় অপারেশন ডেভিল হান্টে দুই ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া ও বিশ্বজিত চৌধুরী নান্টুকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে শাল্লা সদর থেকে গ্রেফতার করে তাদেরকে সুনামগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হয়।

এবিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, দুই ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া ও বিশ্বজিত চৌধুরী নান্টুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

জানাযায়, দেশে বর্তমান অপারেশন ডেভিল হান্ট নামক যে অভিযান চলছে তারই প্রেক্ষিতে দুই জনকে গ্রেফতার করা হয় এবং এই অভিযান অব্যাহত থাকবে। তবে আব্দুস সাত্তার মিয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ০৪ নং শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। অন্যদিকে বিশ্বজিত চৌধুরী নান্টু উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ০৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।