• ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেটে দুদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে অর্ধশতাধিক এলাকা

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫
সিলেটে দুদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে অর্ধশতাধিক এলাকা

সিলেট মহানগরের অর্ধশতাধিক এলাকায় শুক্র ও শনিবার (১৭ ও ১৮ জানুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরী কাজের জন্য ৫৭ এলাকায় বিদ্যু বন্ধের বিষয়টি বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

 

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)
সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই-আরেফিন ও বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কুশিঘাট, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর, মেন্দিবাগ, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক ওসমানী শিশু পার্ক, বন্দরবাজার রোড, ধোপাদিঘীরপাড়, হাফিজ কমপ্লেক্স, ওসমানী জাদুঘর, ডুবড়ী হাওর, সবজিবাজার, চালিবন্দর, কাস্টঘর, মেন্দিবাগ, সোবাহনীীঘাট, বিশ্বরোড, জেলগেট, বন্দররোড, কাষ্টঘর হকার্স মার্কেট, কালীঘাট, মহাজনপট্রি, বটেরতল, মাছিমপুর, ছড়ারপার কুমারপাড়া, ঝেরঝেরী পাড়া, যতরপুর সেনপাড়া, শিবগঞ্জ, লাকড়ীপাড়া, আরামবাগ, খরাদিপাড়া, বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, আলুরতল, গোপালটিলা, মদনীবাগ, এমসি কলেজ, টিলাগড় ও আশে-পাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

এছাড়াও শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহানগরের বন্দরবাজারের কোর্ট পয়েন্ট, সার্কিট হাউজ, তোপখানা, কাজির বাজার ও আশে-পাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।