• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ শুরু ২০ জানুয়ারি

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫
বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ শুরু ২০ জানুয়ারি

সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে আগামী ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে৷

 

বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) সকালে উপজেলা কমিটির এক সভায় এ কথা জানানো হয়৷ “২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিংবা যারা আগের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম থেকে বাদ পড়েছেন, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।”এ ধরনের ভোটারদের বায়োমেট্রিক গ্রহণসহ নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত।

 

এই কার্যক্রম সফলের লক্ষে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল খায়ের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক ও সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজসহ আরও অনেকে৷