• ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৭ হিজরি

দোয়ারাবাজারে ভারতীয় ম দ সহ যুবক আ ট ক

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৫
দোয়ারাবাজারে ভারতীয় ম দ সহ যুবক আ ট ক

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় মদসহ সোনাফর আলী (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের রকিব আলীর পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১২ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে দোয়ারাবাজার থানার এসআই মুহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার বাংলাবাজার-বাঁশতলা রাস্তার মৌলারপাড় ব্রিজের উপর থেকে সোনাফর আলীকে আটক করা হয়। এ সময় তার হেফাজতে থাকা ৮২ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি টিভিএস মেট্রো প্লাস মোটরসাইকেল জব্ধ করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।