• ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেটে সৎসঙ্গ বিহারে দাতব্য চিকিৎসা কেন্দ্র উদ্বোধন

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৫
সিলেটে সৎসঙ্গ বিহারে দাতব্য চিকিৎসা কেন্দ্র উদ্বোধন

সিলেট নগরের করেরপাড়াস্থ যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহট্ট সৎসঙ্গ বিহারে ‘সৎসঙ্গ দাতব্য চিকিৎসাকেন্দ্র’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ১ মিনিটে সমবেত বিনতি প্রার্থনা ও পুরুষোত্তম ধ্বনির মাধ্যমে এই দাতব্য চিকিৎসাকেন্দ্রের শুভ উদ্বোধন করেন সহ-প্রতিঋত্বিক শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্য্য। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অন্যান্য পাঞ্জাধারী কর্মীবৃন্দ।

এরপর সকাল ১০টা ৩১ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত অ্যালোপ্যাথিক ও হোমিওপ্যাথিকের বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসাসেবা প্রদান করেন।

এই ফ্রি চিকিৎসা কার্যক্রম প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলমান থাকবে। আগ্রহী রোগীদেরকে ফ্রি চিকিৎসাসেবা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।