• ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৭ হিজরি

বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে ধরলো র‌্যাব

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৪
বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে ধরলো র‌্যাব

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন তেলিখাল নামক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের তাদের আটক করা হয়।

 

র‌্যাব-৯ এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে ৪৩৪ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এ সময় দু্ই জনকে আটক করে র‌্যাব।

 

 

আটকরা হলেন, কোম্পানীগঞ্জ থানার শিমুলতলা নোয়াগাঁও গ্রামের মৃত নুর মিয়ার ছেলে মো. কাইয়ুম মিয়া (২০) ও কোম্পানীগঞ্জ থানার ডাকাতের বাড়ী গ্রামের মো, আমজাদ আলীর ছেলে।

 

 

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।