• ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

সীমান্তে জব্দ ৬৩ লাখ টাকার পণ্যে যা আছে

Dainik Shallar Khabor.com
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৪
সীমান্তে জব্দ ৬৩ লাখ টাকার পণ্যে যা আছে

সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ৬৩ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার (২৩ নভেম্বর) ও রোববার (২৪ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ

সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ১৯ বিজিবি জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

 

 

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার জৈন্তাপুর, সুরাইঘাট এবং লোভাছড়া বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর এবং কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নিম্নমানের মিছরী গুড়া ৬ হাজার ২৫০ কেজি, ভারতীয় চিনি ২ হাজার ১০০ কেজি এবং ১ টি টাটা মাঝারী ট্রাক আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩২ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকা।

 

 

এছাড়া রোববার জৈন্তাপুর ও সুরাইঘাট এবং সোনারখেওর বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর এবং কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নিম্নমানের চিটা গুড় ৫ হাজার ৫০০ কেজি, ভারতীয় চিনি ৭০০ কেজি, পাতার বিড়ি ৪২ হাজার পিস এবং ১টি টাটা মাঝারী ট্রাক আটক করে।

বিজিবি জানায়, আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩০ লক্ষ ১২ হাজার ৮৭৬ টাকা।

 

আটককৃত মালামালের সর্বমোট বাজারমূল্য প্রায় ৬২ লক্ষ ৬৫ হাজার ৩৭৬ টাকা বল জানায় বিজিবি। আটক মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করা হয়েছে।

 

 

 

রবিবার (২৪ নভেম্বর) বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল খোন্দকার মো. আসাদু্ন্নবী, পিএসসি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযানসমূহ পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।